photo

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় ৫ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতে খেরুয়াজানি ইউনিয়নে গরবাজাইলে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী পোস্টার ও বক্স ভাংচুরের অভিযোগে ৫ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন । মামলা নং ৬ । আসামীরা হলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম ফকির (৫০) , বিএনপি নেতা ও কর্মী মোশাররফ (৩৪), আলমাস (৫৫), লাল মিয়া (৩৬) , আবু সাঈদ (৩৫) ও অজ্ঞাত ১৫/২০ জন । অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী গাড়িতে অবস্থানরত বিল্লাল হোসেন সরকারকে লক্ষ্য করে বুধবার রাতে শহরের আরকে হাই স্কুলের সামনে ১ রাউন্ড গুলি ছোঁড়ার ঘটনায় বৃহস্পতিবার বাদী হয়ে মামলা দায়ের করেছেন বিল্লাল হোসেন সরকার । মামলা নং ৭ । মামলায় উল্লেখ করা হয় তাকে হত্যার উদ্দেশ্যে অজ্ঞাতরা গুলি ছোঁড়ে । এদিকে গুলি ছোঁড়ার ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকালে ডাকবাংলো মাঠে প্রতিবাদ সভা ডেকেছে আওয়ামীলীগ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন