photo

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় শান্তিপূর্নভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা উপজেলা নির্বাচনে স্থগিত ৩টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে পুন: ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে । সকাল ১২টা পর্যন্ত ৪০ ভাগ ভোট পড়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে । সরেজমিনে স্থগিত দাওগাঁও ইউনিয়নের কমলাপুর শহীদ মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয় , তারাটি তেরিপাড়া প্রাথমিক বিদ্যালয় ও খেরুয়াজানি ইউনিয়নের বন্ধ গোয়ালিয়া কেন্দ্র ঘুরে দেখা যায় , ব্যাপক ভোটার উপস্থিতি । কেন্দ্রগুলিতে অবস্থান করছেন ম্যাজিস্ট্রেট । চারপাশে নিচ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে স্টাইকিং ফোর্স । উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ১শ’টি কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে এই ৩টি কেন্দ্র স্থগিত করা হয় । ৩ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৯শ’১৬ জন । ১শ’ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২লাখ ৬৯ হাজার ৯শ’ ১২ জন । তন্মধ্যে ৯৭ টি কেন্দ্রে ভোট প্রয়োগ করেন ১লাখ ৫৭ হাজার ২শ’ ৬৪ জন । এই ভোটে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মীর নাহিদ আহসান জানান , ভোটাররা নির্ভয়ে ভোট প্রয়োগ করছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন