photo

বুধবার, ২৬ মার্চ, ২০১৪

মুক্তাগাছার স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ কাল বৃহস্পতিবার


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় স্থগিত ৩ কেন্দ্রের পুন: ভোটগ্রহন কাল বৃহস্পতিবার । জানা যায় , ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১শ’টি কেন্দ্রের মধ্যে ৯৭ টিতে ১ লাখ ৫৭ হাজার ২শ’ ৬৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন । মোট ভোটের শতকরা ৫৮ দশমিক ২৬ ভাগ । উপজেলায় মোট ভোটার ২লাখ ৬৯ হাজার ৯শ’ ১২ জন । ৩টি কেন্দ্র স্থগিত ঘোষনা করায় ঐ কেন্দ্রগুলিতে পুন:নির্বাচন অনুষ্ঠিত হবে । মুক্তাগাছা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন (আনারস) পেয়েছেন ৭৭ হাজার ২শ’ ৮৮ ভোট । নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের বিলাল হোসেন সরকার ( ঘোড়া) পেয়েছেন ৭৩ হাজার ৩শ’ ১৪ ভোট । স্বতন্ত্র প্রার্থী ইসাহাক আলী সরকার ( মোটর সাইকেল) পেয়েছেন ৯শ’৮০ ভোট । ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র গোলাম শাহরিয়ার শরিফ (চশমা) পেয়েছেন ৭৬ হাজার ৬শ’ ৭৭ ভোট । নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের মো: তারেক ( তালা) পেয়েছেন ৭২ হাজার ৩শ’ ৬৭ ভোট । স্বতন্ত্র মুশফিকুর রহমান ১৩শ’ ৯৮ , কাজী পলাশ ২শ’ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির’র আজিজা রহমান ( হাঁস) পেয়েছেন ৭৫ হাজার ৪শ’ ২৯ ভোট । নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের রুমি দাস পেয়েছেন ৬৭ হাজার ৪শ’ ৫৩ ভোট । স্বতন্ত্র প্রার্থী নাজমুন নাহার দিলু ( কলসি) ৩৩ হাজার ১৪ , রাশিদা বেগম ( সেলাই মেশিন) ৪শ’ ৩৬ ভোট । নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই হওয়ার অভিযোগে খেরুয়াজানি ইউনিয়নের বন্ধ গোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ৩২শ’ ৮২ , তারাটি ইউনিয়নের তেরিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৭শ’২২ ও দাওগাঁও ইউনিয়নের কমলাপুরস্থ শহীদ মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৯শ’ ১২ । কাল বৃহস্পতিবার স্থগিত কেন্দ্রগুলির ৮ হাজার ৯শ’ ১৬ জন ভোটারের ভোট প্রয়োগের উপর নির্ভর করছে প্রতিদ্বন্দী প্রার্থীদের জয় পরাজয় ।। সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান আজ বুধবার সন্ধ্যায় জানান , সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে কোন পদক্ষেপ গ্রহনে প্রস্তুত প্রশাসন । নির্বাচন অফিস সুত্রে জানা যায় , গোলযোগের কারণে ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ১শ’ টি কেন্দ্রের মধ্যে ৩ টি কেন্দ্র স্থগিত ঘোষনা করা হয় । জানা যায় , ইতিমধ্যে প্রতিদ্বন্দী আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন ও নির্বাচন কমিশনে আচরণ বিধি লঙ্ঘন ও আরো কেন্দ্র বাতিলের দাবীতে লিখিত অভিযোগ আনেন । নির্বাচন কমিশন অভিযোগ আমলে না নিয়ে ঘোষিত ২৭ মার্চ বৃহম্পতিবার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন