photo

শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় বিল্লালের পরাজয়ের কারণ বাবুলীগ


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিল্লাল হোসেন সরকার ( ঘোড়া মার্কা) ও অপরাপর ভাইস চেয়ারম্যান মো: তারেক ও মহিলা ভাইস চেয়ারম্যান রুমি দাসের নির্বাচনে পরাজয়ের কারণ হিসাবে দায়ী করলেন বাবুলীগকে । শনিবার মুক্তাগাছা পৌরসভায় পৌর সাধারণ পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে এ মন্তব্য করে মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ বলেন , মুক্তাগাছা আওয়ামীলীগ এখন বাবু লীগে রুপান্তরিত হয়েছে । আমাদেরকে বাদ দিয়ে আওয়ামীলীগ কোনদিনও শক্তিশালী হয়ে কাজ করতে পারবে না । উপস্থিত আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ছানা মিয়া বলেন , বিএনপি সমর্থিত বিজয়ী উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুণের অবস্থা হবে সাবেক চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদের ন্যায় । এলাকার উন্নয়ন করতে পারবে না তাই জন বিচ্ছিন্ন হয়ে পড়বে । উল্লেখ্য যে, মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে মো. জাকারিয়া হারুন, ভাইস চেয়ারম্যান পদে গোলাম শাহরিয়ার শরীফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিজা রহমান। তৃতীয় দফায় ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ১০০টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রের ভোট গণনা করা হয়। কেন্দ্র দখল, ব্যালট বাক্স লুট, ভাঙচুর, এজেন্ট বের করে দেয়াসহ বিভিন্ন কারণে নির্বাচন অফিস তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে। স্থগিত তিনটি কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ মার্চ)। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক তিনজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এ ছাড়া দুই প্লাটুন বিজিবি, র্যা রের দুটি টিমসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান সাংবাদিকদের জানান, ১৫ মার্চের নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হারুন ‘আনারস’ প্রতীক নিয়ে পান ৭৭ হাজার ২৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার ‘ঘোড়া’ প্রতীক নিয়ে পান ৭৩ হাজার ৩১৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরীফ ‘চশমা’ প্রতীক নিয়ে পান ৭৬ হাজার ৬৭৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তারেক (তালা) পেয়েছেন ৭২ হাজার ৩৬৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী আজিজা রহমান ‘হাঁস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৪২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত রুমী দাস (ফুটবল) পেয়েছেন ৬৭ হাজার ৪৫৩ ভোট। বৃহস্পতিবার পুনঃ ভোট নেয়ার পর প্রাথমিক বেসরকারি ফলাফলে মোট ৮০ হাজার ৫০৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির মো. জাকারিয়া হারুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিল্লাল হোসেন সরকার পেয়েছেন ৭৪ হাজার ৬০৪ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির গোলাম শাহরিয়র শরীফ (চশমা)। তিনি পেয়েছেন মোট ৭৯ হাজার ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. তারেক পেয়েছেন ৭৩ হাজার ৯৯৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ হাজার ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির আজিজা রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রুমী দাস পেয়েছেন ৬৮ হাজার ৪৬৮ ভোট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন