photo

রবিবার, ৩০ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় নাগেশ্বর গাছের কান্ডে ফুল ফোটে ফল ধরে


স্টাফ রিপোর্টার :দুর্লভ বৃক্ষ নাগেশ্বর।কান্ডে ফুল ফোটে । শাখা-প্রশাখায় কোন ফুল ফোটে না। গোলাকার বলের মত এর ফল।ফলের গায়ের রং সফেদার মতো।বাংলাদেশের অনেকেই গাছটির ফল সংগ্রহ করে এর বীজ থেকে চারা উৎপাদনের চেষ্টা করেছেন।কিন্তু কোন চারা গজায়নি। ফলের ওজন প্রায় ২ কেজি। দেখতে সুন্দর হলেও ফলের স্বাদ খুবই তিক্ত। পশু-পাখিও এই ফল খায় না। বৃক্ষের পাতার রং গাঢ় সবুজ । বহুদুর থেকে ফুলের সুবাস পাওয়া যায়। কিন্তু ফুলের সুবাস তীব্র নয়। এই অঞ্চলের বিয়ের কনে সাজানোর সময় এই ফুরের ব্যাপক কদর রয়েছে। গাছের আকৃতি আকারে বড়। ২০ বছর আগে এক বৃক্ষ জরিপে উদ্ভিদ বিজ্ঞানীগণ হিসেব করেছেন বাংলাদেশে ৫২ টি নাগেশ্বর বৃক্ষ আছে। ময়মনসিংহের মুক্তাগাছায় নাগেশ্বর(স্থানীয় ভাবে নারায়ণ গাছ নামে পরিচিত) বৃক্ষের সংখ্যা ছিল ৪টি। ২০০২ সালে টর্নেডোর ছোবলে একটি গাছ উপড়ে পড়ে । অপর ৩টি বৃক্ষ অক্ষত অবস্থায় আছে। জলটঙ্গী পুকুর ঘাটের পূর্বপাশে । অনেকেরই ধারণা বৃক্ষগুলির বয়স প্রায় আড়াইশ” বছর। মুক্তাগাছার জমিদাররা শখ করে অথবা নিতান্তই ভেষজ গুণাবলির কথা বিবেচনা করে বিদেশ থেকে এই বৃক্ষ এনে তাদের বাড়ির সামনে রোপন করেন। এদেশের দুর্লভ প্রজাতির বৃক্ষগুলি সংরক্ষণ করে থাকে সরকারের বন বিভাগ। এলাকাবাসী চায় বৃক্ষগুলি সংরক্ষণ করা হোক এবং নতুন বৃক্ষ সৃষ্টির উদ্যোগ নেয়া হোক। ছবি ক্যাপশণ : নাগেশ্বর গাছের কান্ডে ধরেছে ফল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন