photo

শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় এসেছেন হাতিয়ার শুঁটকি ব্যবসায়ী বাবুল


স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ২য় বৃহত্তম শুঁটকি উতপাদন অঞ্চল হিসাবে হাতিয়া বিখ্যাত । নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা থেকে মুক্তাগাছায় শুঁটকি নিয়ে আসেন । এরপর মুক্তাগাছা থেকে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা উপজেলায় শুঁটকি বিক্রি করেন । অত্রাঞ্চলে মাছ ও পোল্ট্রি মুরগির ব্যাপক চাষ হয়ে থাকে । এই মাছ মুরগির খাদ্যের প্রধার উপকরণ শুঁটকি । মুক্তাগাছা অঞ্চলে স্থাাপিত মাছ ও পোল্ট্রি ফিড মিলে শুটকি সরবরাহ করে থাকেন । শুঁটকি ব্যবসায়ী বাবুল (40)জানান,01733571732 , মুক্তাগাছা অঞ্চলে এর চাহিদা রয়েছে । ১ মাস যাবত মুক্তাগাছায় অবস্থান করছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন