
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় যাত্রী ভোগান্তির অপর নাম ইসলাম পরিবহন । মুক্তাগাছা থেকে ঢাকাগামী যাত্রীরা পদে পদে দুর্ভোগের শিকার হলেও এদের নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা আজও গড়ে উঠেনি । অভিযোগে প্রকাশ , চালক , সুপারভাইজার ও তাদের সহযোগীরা নির্ধারিত ভাড়া কমিয়ে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে ফেলে । নির্ধারিত ১শ’ ৮০ টাকা ভাড়ার স্থলে ১শ’ টাকা পর্যন্ত রেখেও যাত্রী উঠা নামা করায় তারা । ৪ ঘন্টায় পথ ঢাকা পোঁছায় ৬/৭ ও ৭/৮ ঘন্টায় । জানা যায় , ঢাকার পথে চলা ইসলাম পরিবহনের অধিকাংশ গাড়িই ভারতের অশোক লিলেন কোম্পানির তৈরি (নতুন চেসিসের দাম ৩২ থেকে ৩৫ লাখ )। এছাড়াও জাপানী হিনো , মিটসুবিসি , ইসুজু কোম্পানির তৈরি গাড়িও রয়েছে ( নতুন চেসিসের দাম ৬০ লাখ থেকে ১ কোটি টাকা )। মুক্তাগাছা থেকে ২০ মিনিট অন্তর অন্তর ২৩ টি গাড়ি চলাচল করে । ঢাকা আপডাউনে ৪ হাজার টাকার গ্যাস ক্রয় করতে হয় । নতুন দামের অর্ধেকেরও অনেক কম দামে কেনা মুক্তাগাছা ঢাকা যাতায়াতে খরচ বাদে আপডাউনে ৪ থেকে ৬/৭ হাজার টাকায় আয় হয় মালিক কর্তৃপক্ষের । বাসগুলির ডেকোরেসন খুবই নাজুক । চুন পানের , পিক , বমির দাগ সিটগুলিতে ও গ্লাসে লেগে থাকে । দুর্গন্ধে বমি আসে । এব্যাপারে কর্তৃপক্ষ জানায় , যথাসাধ্য সেবা দেয়ার চেষ্টা চলছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন