photo

সোমবার, ১০ মার্চ, ২০১৪

মুক্তাগাছার নবাবী মসজিদ


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা শহরের আটানী বাজার রোডে নবাবী জামে মসজিদটি প্রতিষ্ঠিত । ২ হাজারের দশক থেকে মসজিদটির কর্যক্রম শুরু হয় । মুক্তাগাছার ধনীদের শীর্ষের তালিকায় মুক্তাগাছার নবাব মরহুম হাজী নওয়াব আলী এই মসজিদের প্রতিষ্ঠাতা । নওয়াব আলী প্রতিষ্ঠিত নবাবী মসজিদটি দৃষ্টি নন্দন । এই মসজিদ মুক্তাগাছা শহরের আকর্ষন বাড়িয়েছে । প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন