photo

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় পোল্ট্রি শিল্প সংকটে


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় উৎপাদন খরচের চেয়ে বাজারে বয়লার মুরগি ও ডিমের দাম বেড়ে গেছে । এতে লোকসানের মুখে গভীর সংকটে পড়েছে উপজেলার পোল্ট্রি শিল্প । বন্ধ হয়ে যাচ্ছে অর্ধশত পোল্ট্রি খামার । খামার বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা ঋণের টাকা পরিশোধ করতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন । এমন পরিস্থিতি থাকলে পোলিট্র শিল্প পুরোপরি বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন খামারীরা । মুরগির খাবার , বাচ্চা , ওষুধ ও শ্রমিক মজুরির মূল্যবৃদ্ধি পাওয়ায় লোকসানের মুখে পড়ে গত ৬ মাসে এ খামারগুলি বন্ধ হয়ে যায় । খামারের মালিকদের সূত্রে জানা যায়, বর্তমান বাজারে ১ কেজি বয়লার মুরগির দাম প্রকার ভেদে ১শ২০ টাকা থেকে ১শ’ ৩০ টাকা । একটি ডিমের দাম ৭ টাকা । ১ কেজি মুরগির উৎপাদন খরচ পড়ে ১শ২০ টাকা থেকে ১শ’৩০ টাকা । প্রতিটি ডিমের উৎপাদন খরচ ৭ টাকা হতে সাড়ে ৭ টাকা । উৎপাদন খরচের চেয়ে কমমূল্যে মুরগি ও ডিম বিক্রি করায় খামার বন্ধের প্রধান কারণ । ঋণ নিয়ে পরিচালিত ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা । উপজেলার সর্ববৃহৎ প্রতিষ্ঠান সত্রাশিয়াস্থ মুক্তাগাছা পোল্ট্রি কমপ্লেক্স লিমিটেড এর কর্তৃপক্ষ জানায়, অব্যাহত লোকসানের কারণে বাধ্য হয়েই খামার বন্ধ করে দেয়া হয়েছে । উপজেলা প্রাণী সম্পদ অফিস জানায় , রোগ ব্যাধী নিয়ন্ত্রণে খামারীদের সার্বিক সহযেগিতা দেয়া হয় । ফিড ও মুরগির বাজার ব্যবস্থানার বিষয়ে তাদের কিছুই করার নেই । মুক্তাগাছা (ময়মনসিংহ) : বন্ধ হয়ে যাওয়া সর্ববৃহৎ প্রতিষ্ঠান সত্রাশিয়াস্থ মুক্তাগাছা পোল্ট্রি কমপ্লেক্স লিমিটেড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন