photo

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ


স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধে সারাদেশের ন্যায় মুক্তাগাছাতেও অগনিত মানুষকে হত্যা করা হয় । মুক্তাগাছায় পাক বাহিনী ও তাদের দোষরদের হত্যাযজ্ঞের প্রায় প্রতিটি স্থান পরম্পরার প্রজন্ম স্মরণে রাখতে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ । কিন্তু ক্ষোদ সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠানে এর ব্যতœয় ঘটেছে । প্রতœতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন মুক্তাগাছা জমিদার বাড়ির অভ্যন্তরে একটি ইঁদারায় সিড়ি বেয়ে নামা যেত । স্থানীয় ও বাইরের অসংখ্য মানুষকে হত্যা করে ফেলে দেয়া হত সে ইঁদারায় । মাটি দিয়ে ভরাট করে ফেলায় বর্তমানে ইঁদারার চিহ্নমাত্র নেই । এলাকাবাসীর অভিযোগ , কর্তৃপক্ষ বিষয়টি জেনেও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা না নিয়ে উল্টো মুছে ফেলেছে । চিহ্ন যথাযথ সংরক্ষণ দাবী করেন এলাকাবাসী । ছবি : মুক্তাগাছায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মাটি দিয়ে ভরাট করে ফেলায় বর্তমানে ইঁদারার চিহ্নমাত্র নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন