photo

রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় বাসন্তী পূজা শুরু : আজ সপ্তমী

gb

স্টাফ রিপোর্টার : মানব জাতির সুখ,শান্তি ও মঙ্গলের জন্য শনিবার মহাষষ্ঠী পুজার মঙ্গলঘট স্থাপন ও পূজার মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৪২০ বাংলা সনের বাসন্তী পূজা। বসন্ত কালে হয় বলে এর নাম বাসন্তী পূজা। ৫ এপ্রিল শনিবার মহাষষ্ঠী, ৬ এপ্রিল মহাসপ্তমী, ৭ এপ্রিল মহাঅষ্টমী, ৮ এপ্রিল মহানবমী ও ৯ এপ্রিল বুধবার দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তী হবে। দেবী গজে আগমন করবেন ও নৌকায় গমন করবেন।কাল সোমবার অস্টমী ¯œান অনুষ্ঠিত হবে বেগুনবাড়ি ব্রহ্মপুত্র নদে । ছবি :বছরের ন্যয় এবারও দরিচার আনি বাজারে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন