photo

রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় ধান আম কাঠাল উৎপাদনে বৃষ্টি এলো আশির্বাদ হয়ে


স্টাফ রিপোর্টার : আজ রবিবার সকাল ৭ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত চৈত্র পেরিয়ে অবশেষে বোশেখের আকাশ গললো। বৃষ্টি নামলো। স্বস্তি এলো জনজীবনে। শুধু জনজীবনে নয়- স্বস্তি এলো প্রাণিকূলে-প্রকৃতিতে। খানিকটা হাফ ছেড়ে স্বস্তির নি:শ্বাস ফেললো মানুষ।হঠাৎ করে আকাশে মেঘের ঘণঘটা লক্ষ্য করা যায়। এরপর আকাশ গলে বৃষ্টি নামে। উপজেলায় বৃষ্টিপাতের ফলে বিভিন্ন ফসলের ফলন ও উৎপাদনে বিরাট ভূমিকা রাখবে বলে কৃষি বিষেজ্ঞরা মনে করছেন। পুরো চৈত্র কেটেছে প্রখর দাবদাহে। তপ্ত ভূমি-তপ্ত বায়ুতে জনজীবন ওষ্ঠাগত হয়ে ওঠে। ক্ষেত-খামারে শ্রম বিক্রি করা দিনমজুররা খরায় পুড়তে থাকে। পুড়তে থাকে ফসলের মাঠ। এ অবস্থায় বোরো ও পাট ক্ষেত এবং ধরন্ত আম গাছে বিরূপ প্রভাব পড়ে। প্রচন্ড খরায় হুমকির মুখে পড়ে ধান, পাট ও আম-কাঠাল উৎপাদন। ফলন ও উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। কৃষি বিষেজ্ঞরা বলছিলেন, প্রচন্ড খরা যদি আরো এক সপ্তাহ থাকে তাহলে- ফল ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হবে। ফলে ফলন ও উৎপাদনে প্রভাব পড়বে। কৃষকরা পড়বেন বেকায়দায়। শুধু কৃষক নয়-ক্রমাগত খরায় কাহিল হয়ে পড়া সব শ্রেণির মানুষ বৃষ্টির জন্যে পরম করুণাময়ের কৃপা প্রার্থণা করে আসছিলেন। অধিরে বৃষ্টির প্রতিক্ষা ছিলো সবার মধ্যে। অবশেষে করুণাময় করুণা করলেন। আকাশে মেঘের দেখা মিললো। ধেয়ে আসলো শীতল বাতাস। ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করে। এরপর টাপুর টুপুর বৃষ্টি এলো। রিমঝিম রিমঝিম শব্দেই বৃষ্টি হতে লাগলো। অঝোরেই ঝরতে থাকলো বৃষ্টি। উপজেলায় এই সময়ের বৃষ্টিতে বিভিন্ন ফসল উৎপাদনে উপযোগি ও সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল আলম বলেন, ধান, পাট ও আম-কাঠাল উৎপাদনের জন্য বৃষ্টি খুবই সুফল বয়ে আনবে। মুক্তাগাছায় মোট ১৭ হাজার ৭৮১ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে হাইব্রিড এক হাজার ৬০৫ হেক্টর, উফশী ১৬ হাজার ১৭০ হেক্টর এবং স্থানীয় জাত ছয় হেক্টর। এ থেকে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৩৭ মেট্রিক টন। অনুকূল আবহাওয়া, সার, কীটনাশকসহ বাজারে কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ, সহনশীল দাম, সহজলভ্যতা, সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের সরবরাহসহ আবাদ উপযোগী পরিবেশ ইত্যাদি বিবেচনায় চলতি মৌসুমে ময়মনসিংহের মুক্তাগাছায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ছবি : বৃষ্টিতে সতেজ বোরো ধান ক্ষেত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন