photo

সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় অন্তসত্বা গৃহবধরূ লাশ ময়না তদন্তে


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা শহরের মনিরাম বাড়িতে অন্ত:সত্বা গৃহবধূর মমতা (২২) লাশ আজ সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে মুক্তাগাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে । জানা যায়, গতকাল রবিবার সকাল ৯ টায় মুক্তাগাছা শহরের মনিরাম বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে শ্বশুর বাড়ির লোকজন মুক্তাগাছা হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয় । মমতার বোনের স্বামী ত্রিশালের বাসিন্দা মতিন জানান জানান, শশা বেপারী পাড়ার অজেদ আলীর মেয়ে মমতার স্বামী রাসেল নসিমন চালক । মমতার ৩ বছর বয়সী এক ছেলে রয়েছে । মৃত্যুকালে সে ৫ মাসের অন্ত:সত্বা ছিলো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন