photo

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় শশাংক মোহন দে স্যার


স্টাফ রিপোর্টার : ৮৭ বছর বয়সেও বাড়িতে বসে নেই শশাংক স্যার । বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না । তাই প্রচুর হাটেন । শারীরিক শিক্ষক হিসাবে অধিক পরিচিত শশাংক মোহন দে ১৯৩০ সালে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের বিলসিংলা গ্রামে জন্ম গ্রহণ করেন । বিএ পাশ করে ১৯৫১ সালে পেশা হিসাবে বেছে নেন শিক্ষকতা । মুক্তাগাছার ঐতিহ্যবাহী রাম কিশোর উচ্চ বিদ্যালয় , নগেন্দ্র নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় , বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি । ১৯৯৫ সালে নাবারণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে চাকুরী জীবনের ইতি টানেন । ৮ সন্তানের জনক শশাংক মোহন দে’র বড় ছেলে প্রদীপ দে পল্লী বিদ্যু সমিতি এর জেনারেল ম্যানেজার , ২য় ছেলে উজ্জল কুমার দে রেল বিভাগের টিটি , ৩য় ছেলে উৎপল কুমার দে ভারতের প্রখ্যাত চিকিৎসক , ৪র্থ ছেলে উত্তম কুমার দে কানাডাস্থ হোটেল শেরাটনের ( বর্তমানে রুপসী বাংলা) কর্মকর্তা , ৫ম ছেলে বিদ্যুৎ কুমার দে আমেরিকার একটি কোম্পানীর সিস্টেম ইঞ্জিনিয়ার । ৩ মেয়ের মধ্যে বড় মেয়ে অলকা দে ঢাকাস্থ জাপানী প্রতিষ্ঠানে কর্মরত, ২য় মেয়ে অনিমা দে ভারতের প্রখ্যাত সংগীত শিল্পি এবং ছোট মেয়ে অঞ্জনা দে জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক । মুক্তাগাছা শহরস্থ বড়হিস্যা বাজার মেইন রোডের বাসায় স্ত্রী অরুনা দে (৭৫) এখন তার একমাত্র সাথী । ছেলে মেয়ে নাতি নাতনী সকলেই যার যার কর্মস্থলে । শশাংক মোহন দে জানান , ছেলে ছেলের বৌ মেয়ে মেয়ের জামাই নাতি নাতনীদের সাথে থেকে সময় কাটাতে মন চায় । সময় সুযোগ হলে তাদের কাছে চলে যান । তার কাছে তারা আসেন কালে ভদ্রে । ছবি ক্যাপশণ : শশাংক স্যার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন