photo

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় বিলীন চিরায়ত দৃশ্যপট


মনোনেশ দাস : গ্রাম - বাংলায় শুরু হয়েছে পরিবর্তনের পালা । সভ্যতা ও আধুনিকতার ছোঁয়ায় বিলীন হতে চলেছে আবহমান বাংলার চিরায়ত দৃশ্যপট গ্রামীণ ঐতিহ্য । ক্রমশঃ অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ । মানুষের মন থেকে উদারতা হয়েছে নির্বাসিত । গ্রামের পথ ধরে চললে শিশু - কিশোরদের দুরন্তপনা , শরীরে ধুলো জড়িয়ে ফসলের মাটিতে খেলতে খুব একটা চোখে পড়েনা । হৈ হল্লা , হাডুডু , দাড়িয়াবান্ধা , গোল্লাছুট , এক্কা দোক্কা বৌছির মতো গ্রামীণ খেলাগুলির স্থান দখল করেছে ভিডিও গেমস । পকেটে কলম নয় হাতে বাঁশী বা দোতরা নয় , মুঠো ফোন ছোট বড় সকলের হাতে দেখা যায় । ডাবের পানির পরিবর্তে এখন কোক আরসি পান করে । গ্রামীণ বাউলের সুর মূর্ছনার বদলে শোনা যায় নগর বাউলের পাগল নাচ । পল্লীর সুদূর কোনেও শোনা যায় ব্যান্ড , বোম্বে ছবির গান আর মোবাইলের গান । গ্রামের ছেলেরা বাড়ি বাড়ি চাল ডাল সংগ্রহ করে নাটক, যাত্রা ও লোকজ গানের আয়োজন করত । এখন প্রায় বাড়িতেই টেলিভিশন আর স্যাটেলাইট এসেছে । আরও এসেছে ল্যাবটপ ইন্টারনেট । এরা এখন উলঙ্গ আধা উলঙ্গ নাচ দেখে । হালের লাঙ্গলের বদলে এসেছে ট্রাক্টর । বিদূৎ , ব্যাটারি , সৌরশক্তি পোঁছায় হারিকেন কুপি জ্বালিয়ে কেউ পড়ে না । অনেক ছেলের মধ্যে সেলিম , সিরাজ উলেখযোগ্য গুন্ডা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল । এখন রাজনৈতিক অঙ্গণে সকল দলেই গড়ে উঠেছে ক্যাডার । এরা গৃহস্থের বাড়িতে ফলমুল চুরি করে না , অস্ত্র নিয়ে সন্ত্রাসকরে । গ্রামের কিশোরী মেয়েরা বাঁশের বেড়ায় আয়না ঝুলিয়ে রাখে না । এখন তারা বোম্বের হলিউডের নায়কদের ছবি বাঁধিয়ে রাখে ।শ্যামল গ্রাম, খেলার মাঠ , হিজল তমাল , শান্ত নদী , ক্ষেতের আল , গরুর রাখাল , নিকানো উঠান , গ্রামে এখন আর আগের মত নেই । গ্রাম এখন শহরের মত হয়ে উঠছে । মানুষও হয়ে উঠছে যান্ত্রিক । ছবি : লাঙ্গুলিয়া গ্রামের একটি রাস্তা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন