স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা মুক্তিযোদ্ধা থানা কমান্ড নির্বাচনে আবুল কাশেম কমান্ডার , জিন্নাহ ডেপুটি কমান্ডার নির্বাচিত হয়েছেন । বুধবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।
নির্বাচিত অন্যন্যরা হলেন সহকারী ইউনিট কমান্ডার মো. বাছেদ আলী, সহকারী কমান্ডার মো. ছফির উদ্দিন, সুবেদার (অব:) মো. আবদুল কাদের, চাঁন মিয়া, আশুতোষ চন্দ্র দে, হাতেম আলী, নাছির উদ্দিন কার্যকরী সদস্য পদে হায়দার আলী বীর বিক্রম ও আবদুস সালাম। মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনে কাসেম-জাহান প্যানেল থেকে কমান্ডারসহ পাঁচটি ও জিন্না-রেজাউল করিম প্যানেল থেকে ডেপুটি কমান্ডারসহ ছয়টি পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
আঞ্চলিক স্কাউট ভবনে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে আবুল কাসেম কমান্ডার ও একেএম রেজাউল করিম জিন্নাহ ডেপুটি কমান্ডার নির্বাচিত হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন