photo

শনিবার, ৭ জুন, ২০১৪

তাল শাঁস মুক্তাগাছায় জমজমাট ব্যবসা


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় রসালো তাল শাঁস বিক্রির ব্যবসা এখন জমজমাট । জৈষ্ঠের তাপদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ পিপাসা মেঠাতে হুমড়ি খেয়ে কিনছেন তাল শাঁস । উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি তালে ২ থেকে ৩টি করে আঁটি । প্রতিটি আঁটির দাম পাঁচ টাকা । আবার একটি তাল ১০ টাকায় বিক্রি হচ্ছে । ছেলে বুড়ো সকলেই তাল শাঁসের ক্রেতা । সাহেব বাজারে তাল শাঁস বিক্রেতা সোনা মিয়া জানান , সারাদিন তাল শাঁস বিক্রি করলে ৫শ’ টাকা থেকে ৬শ’ টাকা লাভ হয় । স্থানীয় একজন চিকিৎসক জানান, তাল শাঁসে রয়েছে প্রচুর ক্যালসিয়াম । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : সাহেব বাজারে বিক্রি হচ্ছে তাল শাঁস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন