
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় ভাইয়ের পুত্র কণ্যাদের দায়ের কোপে নাসির উদ্দিন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন । উপজেলার তারাটি ইউনিয়নের খামারবাজার কলাকান্দা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে । থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , বেলা সাড়ে ১২ টার দিকে পারিবারিক কলহের জের ধরে মৃত আব্দুস সাত্তারের পুত্র নাজিম উদ্দিনের মাথায় ধারালো দা দিয়ে কোপায় তারই ভাইয়ের পুত্র কণ্যা । মারাতœক জখম অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে । নিহতের স্ত্রী সাফিয়া বাদী হয়ে হত্যার অভিযোগে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন