+kattra+kasem.jpg)
মনোনেশ দাস : মুক্তাগাছায় নদী - নালা , খাল- বিল , পুকুর - ডোবা ভরাট , ঝোপ - ঝাড় বিনষ্ট , পানি দূষণ ও মানুষের আক্রমণে পরিবেশের বন্ধু কাট্রা কাছিম হারিয়ে যাচ্ছে । কদাচিৎ বাজারে ওঠা দেশী প্রজাতির কাট্রা ৪/৫শ’ টাকা এবং কাছিম ৩/৪শ’ টাকা কেজি দরে বিক্রি হয় । জানা যায় , পৃথিবীর ২৭০ প্রজাতির কাছিমের মধ্যে প্রায় ১শ’ বিপন্ন হয়ে পড়েছে । নদী – পুকুরের পানি পরিস্কারকারী কাছিম সরীসৃপ প্রজাতির প্রাণী । পৃথিবীতে ৫ হাজার ৩শ’ প্রজাতির সরীসৃপের মধ্যে ৪৫ ভাগ বিপন্ন হয়ে পড়েছে । কাট্রা কাছিম সাপ গুইসাপ ও কুমির প্রজাতির প্রাণী । বহু দেশের মানুষ কাট্রা কাছিমের মাংস খায় ।
ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : আজ শুক্রবার বিকালে দরিচারআনি বাজারে কড়ি কাট্রাটিকে তোলা হয় । মাছ শিকারীদের বরশিতে এটি ধরা পড়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন