
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় ৪ হাজার ৬৫০ জন প্রতিবন্ধী| ময়মনসিংহ জেলায় প্রতিবন্ধীদের কল্যাণে গণনা সম্পন্ন করেছে সরকার ।
জেলা সমাজ সেবা অধিদফতর সূত্র জানায়, জেলার ১২টি উপজেলায় ৬০ হাজার ৭৮৬ জন প্রতিবন্ধী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫ হাজার ৪৫৯ জন পুরুষ এবং ২৫ হাজার ২৩৯ জন নারী।
সমাজের প্রতিবন্ধীরা শিক্ষা, পুনর্বাসন ঋণ সুবিধা এবং চিকিৎসা সুবিধা পাবে।
জরিপ প্রতিবেদন অনুযায়ী জেলার সদর উপজেলায় ৮ হাজার ৭৭১জন, ত্রিশালে ৪ হাজার ৫৪২ জন, ভালুকায় ৩ হাজার ৭৭০ জন, ফুলবাড়িতে ৫ হাজার ৪৬০ জন, মুক্তাগাছায় ৪ হাজার ৬৫০ জন, গফরগাঁওয়ে ৪ হাজার ৬৮৯ জন, ঈশ্বরগঞ্জে ৫ হাজার ৭৫২ জন, নান্দাইলে ৫ হাজার ৩১২ জন, গৌরিপুরে ৪ হাজার ৩০৪ জন, ফুলপুরে ৫ হাজার ৭৫২ জন, হালুয়াঘাটে ৩ হাজার ৪৭৬ জন এবং ধোবাউড়া উপজেলায় ২ হাজার ৪২৬ জন প্রতিবন্ধী রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন