photo

মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

মুক্তাগাছায় জাতীয় পার্টি (এ) চাঙ্গা


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা জাতীয় পার্টি (এরশাদ) এখন চাঙ্গা । রাজনৈতিক কর্মকান্ডে নেতা কর্মীদের পদচারণায় মুখরিত দলটিতে বিরাজ করছে শৃংখলা । জানা যায় , ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র হাই কমান্ড থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের অসংখ্য অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ মাসে এই দুটি দল পরিত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন প্রায় ৩ হাজার নেতা কর্মী । নতুনদের পদচারণায় মুখরিত হওয়ায় জাতীয় পার্টি চলছে সম্পূর্ন গঠনতন্ত্র মোতাবেক । জানা যায় , দাওগাঁও ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সেক্রেটারী বাবুল মিয়া , তারাটির ইউনিয়ন আওয়ামীলীগ নেতা চান মিয়া , খেরুয়াজানি ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাতেম আলী , কাশিমপুর মৈশাদিয়া ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাদের , আ’লীগ নেতা ও সাবেক কুমারগাতা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান অতুন , বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলু ইতিমধ্যে স্ব স্ব পার্টি ছেড়ে জাতীয় পাটির্তে (এরশাদ) যোগদান করেছেন । তাদের অভিযোগ , আওয়ামীলীগ ও বিএনপি’র নেতা কর্মীরা দুর্নীতি আর অনিয়মে জর্জরিত । তাই তাদের সঙ্গত্যাগ করা হয়েছে । অপরদিকে জাতীয় পার্টিতে চাঙ্গাভাব বিরাজ করায় দলটি এখন সুশৃংখল দাবী করে শীর্ষ নেতৃবৃন্দ জানান, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে গত ৭ জুলাই কাশিমপুর ইউনিয়ন শাখার আহবায়ককে বহি:স্কার করা হয়েছে । বিএনপি আ’লীগ নেতৃবৃন্দরা জানান , মুক্তাগাছার এমপি এখন জাতীয় পার্টির । তাই ঐ দলের সুদিন । সুবিধাভোগীরাই তাদের দলত্যাগ করেছেন । দুর্দীনে তাদেরকে পাওয়া যাবে না দলীয় কর্মকান্ডে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন