
বিনোদন রিপোর্টার : বর্ষা প্রায় শেষ। এখনও বৃষ্টি উন্মাদনা জাগায় ভরা বর্ষার মতই। বর্ষার ঈদ, তাই ঈদেও একটু বাড়তি আনন্দ ভিন্ন আনন্দ।ঈদ শেষে বন্ধুদেরও অফুরন্ত সময়,রয়েছে নতুন স্পৃহায় কাজ করার মনবাসনা। তাই আর দেরি কেন? বেড়িয়ে পরা নতুন কিছু করার সন্ধানে। তারিখ ০২ আগস্ট। বিকেল চারটায় মুক্তাগাছা রাজবাড়ীতে। সেখানে নতুন বন্ধু সংগ্রহ ও আগামী দিনের কর্ম পরিকল্পনা তৈরীর জন্য একত্রিত হয়ে কাজ আরম্ভ করা হল। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মুক্তাগাছা উপজেলার উপদেষ্টা ফেরদৌস আলমের তত্ত্বাবধানে ও রাশিদুল আলম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব গ্রহন করেন সদস্য মো: জান্নাতুল ফেরদৌস। শুরুতেই সকল বন্ধুদের ঈদ পালনের খবরাখবর নিয়ে নতুন বন্ধুদের সাথে কুশল বিনিময় করেন জেজেডি সদস্য সচিব মো: খায়রুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো: ফয়সাল আহমেদ, রঞ্জন দে, রায়হান ভূইয়া রিয়াদ, আনোয়ার হোসেন। একে একে সকলের সাথে পরিচিত হওয়া ও সকলের মনোভাব জানা হয়। এরপর মুক্তাগাছায় জেজেডির কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারনা প্রদান করেন উপদেষ্টা ফেরদৌস আলম। এতে তারাও ব্যপক উৎসাহিত হয় ফ্রেন্ডস ফোরামের সাথে কাজ করার জন্যে আগ্রহ প্রকাশ করেন। আয়োজিত অনুষ্ঠানে নতুন বন্ধু হয়েছেন মো: রাকিন আহমেদ, মো: দুলাল মিয়া, শফিকুল ইসলাম, দিদার মাহমুদ, রিয়াজুল ইসলাম শাকিল, সোহেল রানা, জাকির হোসেন সহ অনেকে। এরপর বৃক্ষরোপনের কর্মসূচী ঘোষনা করা হয় এবং বৃক্ষ সংগ্রহ ও রোপনের স্থান নির্ধারন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন