+matre+dugdha..jpg)
স্টাফ রিপোর্টার : মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার- লক্ষ্য হবে সফল জীবন পাবার এ প্রতিপাদ্য কে সামনে রেখে আজ বুধবার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজন করে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, পপি (সৌহার্য্য) এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ সুফিয়া শিরিন। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাদ দপ্তরী, আরএমও ডাঃ জয়ন্ত ঘোষ, মুক্তাগাছা এডিপি ম্যানেজার রাজু উইলিয়াম রোজারিও, টেকনিক্যাল অফিসার (হেল্থ) আরিফুল ইসলাম, নবকলি প্রজেক্ট অফিসার রুমেনা আক্তার, ব্র্যাক কর্মকর্তা জুবায়দুল ইসলাম, পপি কর্মকর্তা মুখলেছুর রহমান প্রমুখ। এদিকে মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা কুমারগাতা ইউনিয়নের খুকশিয়া পরিবার কল্যাণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবকলি প্রজেক্টের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রুমেলা আক্তার, সজল গোমেজ, তাপসী সাংমা, বেলায়েত হোসেন প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন