স্টাফ রিপোর্টার : স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা বিষয়ে আঞ্চলিক সাংবাদিকবৃন্দের ব্যবহারিক জ্ঞানবৃদ্ধির লক্ষে চাইল্ড হেলথ্ নাও ক্যাম্পেইনের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্যবস্থাপনায় ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সহযোগীতায় ১৫ ও ১৬ সেপ্টেম্বর , ২০১৪ দু’দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে । প্রশিক্ষণের ১ম দিন আজ সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আসপাডা ট্রেনিং একাডেমী , বাইপাস রোড , দিঘারকান্দা , ময়মনসিংহে অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণে ময়মনসিংহ সদর , মুক্তাগাছা ও ফুলবাড়ীয়ায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , সিভিল সার্জন , ময়মনসিংহ ডা, আব্দুস সামাদ । বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন । প্রশিক্ষক ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , ইউনিসেফ বাংলাদেশ এর তথ্য বিশেষজ্ঞ ও সাবেক বিবিসি সাংবাদিক ফরিদ আহমেদ , ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আব্দল কদ্দুস , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুক্তাগাছা হাসপাতাল ডা, মোহাম্মদ শাহজাহান কবীর , ময়মনসিংহ প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা , সাংবাদিক নিয়ামুল কবীর সজল , ওয়ার্ল্ড ভিশনের খালিদুজ্জামান , সিএইচএন কর্মকর্তা লিংকন ডোনিসন সেরাও প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন