photo

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

ময়মনসিংহে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান


ময়মনসিংহে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । আজ মঙ্গলবার মহিলাদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব কমিটি শিববাড়ীর ও আর্য ধর্ম জ্ঞান প্রসারিনী ধর্মসভা দুর্গাবাড়ীর কমিটির যৌথ আয়োজনে দূর্গাবাড়ী নাট্য মন্দির প্রাঙ্গনে ভক্তদের উপস্থিতিতে শঙ্খধ্বনি, চন্ডিপাঠ, সমাবেত সঙ্গীত, নৃত্য পরিবেশনা হয়। পুরো অনুষ্ঠানটি সুরের মুর্ছনায় মগ্ন ছিল ভক্তবৃন্দ। মহালয়া দেবী আবাহন উপলক্ষে চন্ডীপাঠ করেন শ্রী নকুল চক্রবর্তী, মাতৃ সঙ্গীত পরিবেশনে অংশ নেন শ্রী গোপাল ভট্টাচার্য, শ্রীমতি শেলী চন্দ, শ্রী চিন্ময় কান্তি সরকার, শ্রী অন্তরা পন্ডিত, শ্রী মৌমিতা সাহা, শ্রী তন্বী সাহা, নৃত্য পরিচালনা করেন শ্রী মানস তালুকদার, যন্ত্র সংগীতে ছিলেন শ্রী প্রদীপ চক্রবর্তী, শ্রী প্রবীর দে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন