photo

শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

লাশ হয়ে ফিরলো মুক্তাগাছার রাশেদুজ্জামান


স্টাফ রিপোর্টার : আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে মুক্তাগাছার বাসিন্দা রাশেদুজ্জান(৩০) নিহত হয়েছেন । জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব-ঢাকা মহাসড়কের কালিহাতীতে কালিহাতীর যোকারচর নামক স্থানে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক এ ঘটনার শিকার হয় সে। নিহত রাশেদুজ্জামান কোহিনুর কেমিক্যাল কম্পানির জামালপুরের আঞ্চলিক ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ওসি আখেরুজ্জামান জানান, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত রাশেদুজ্জামান আজ শনিবার ভোরে শ্বশুর বাড়ি পাবনা থেকে নিজ কর্মস্থল জামালপুরে ফিরছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন