photo

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

ময়মনসিংহে ছাত্র ছাত্রীরা পেলো চেক


ময়মনসিংহে ছাত্র ছাত্রীরা পেলো চেক । আজ মঙ্গলবার ময়মনসিংহ ফাউন্ডেশন এর উদ্যোগে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে কৃতি গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননাসহ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহিত উল আলম । সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। প্রধান অতিথির বক্তব্যে চ্যান্সেলর ড. মোহিত উল আলম বলেন, আজকে সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা গরীব কিন্তু তাদের অহংকার তারা মেধাবী। যাদের নিয়ে আমরা গর্ভবোধ করি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, এই ফাউন্ডেশনকে শুধুমাত্র সম্মাননা ও আর্থিক অনুকূলের মাঝে সীমাবদ্ধ থাকবে না ফাউন্ডেশনের প্রসার চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে এবং ময়মনসিংহকে শিক্ষানগরী হিসেবে যোগ্য স্থানে নিয়ে যেতে হবে। যা মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমেই সম্ভব। জেলা প্রশাসক মেধাবী শিক্ষার্থীদের আরও শিক্ষা ও মানসিকতার উন্নয়নে স্ব স্ব চর্চাকে অব্যাহত রাখার ওপর গুরুত্ব প্রদান করেন। তিনি শুধু বৃত্তি প্রদানের মাধ্যমেই ময়মনসিংহ ফাউন্ডেশনকে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন প্রশিক্ষনের ওপর জোর দিয়ে বলেন, এতে ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার হবে। এ ব্যাপারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন জাহান (শিক্ষা ও উন্নয়ন)। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল ইসলাম খান, এডাব এর সভাপতি খন্দকার ফারুক আহাম্মদ, ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, ডিএসবি এএসপি এ কে এম জাহাঙ্গীর আলম সরকার, ময়মনসিংহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ হরি শঙ্কর, মুসলিম ইন্সটিটিউটের অধ্যাপক মোঃ জাকির হোসেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, ময়মনসিংহ কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান। এর আগে পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরিশেষে গরীব ও মেধাবী ৩০ জন শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে বৃত্তির চেক বিতরণ করা হয়। উল্লেখ্য, ময়মনসিংহ জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে ২০১৩ সালে ময়মনসিংহ ফাউন্ডেশনের সৃষ্টি হয় এবং অদ্যাবধি এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপায়ন দাস । ময়মনসিংহে তারাকান্দায় সড়কে নিহত ৩ তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা : আজ মঙ্গলবার বিকালে ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- তারাকান্দার ও নিজাম (১৮)। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,৩জন আরোহী একটি মোটরসাইকেল নিয়ে শসাবাজার মহাসড়ক থেকে ফুলপুর উপজেলার দিকে রওনা দেয় । পথিমধ্যে শসাবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে রণকান্দা গ্রামের ইয়াকুব আলী (২০), উজ্জ্বল (১৫) নিহত হন । আশংকাজনক অবস্থায় আহত নিজামকে (১৮) হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন ।দতারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান , লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে । মামলা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন