মুক্তাগাছায় গৃহবধূকে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের কুতুপপুর গ্রামে ঝর্ণা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে । এব্যাপারে আজ বৃহস্পতিবার মুক্তাগাছা থানায় মামলা হয়েছে । জানা যায়, অভিযোগে প্রকাশ ,জুয়ারী আবুল কালাম টাকার দাবীতে মাঝে মধ্যেই তার স্ত্রী ঝর্ণা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো । এরই ধারবাহিকতায় গত মঙ্গলবার আবুল কালাম লাঠি দিয়ে ঝর্ণাকে বেধরক পেটায় । এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে । গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মচিমহায়)ভর্তি করা হয় । গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা আক্তার মৃত্যুর কোল ঢলে পড়ে ।বুধবার লাশ মুক্তাগাছা থানায় আনার পর মচিমহা মর্গে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে । #
নান্দাইলে গৃহবধূকে পুড়িয়ে হত্যা
নান্দাইল সংবাদদাতা : ময়মনসিংহে নান্দাইল উপজেলার পৌরএলাকার আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার রাতে কেরোসিনের আগুনে দগ্ধ তামান্না আক্তার (২৪) মারা যায় । অভিযোগ এই গৃহবধূর মৃত্যুর পর তার স্বামী হেলাল উদ্দিন পলাতক রয়েছে । ৮ মাস বয়সী কণ্যা সন্তানের জননী তামান্নার বাপের বাড়ি জাহাঙ্গীরপুর ইউনয়নের কড়ইকান্দির গ্রামে ।# ময়মনসিংহে ছাত্রী ধর্ষণের চেষ্টাকারী আটকভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহে ছাত্রী ধর্ষণের চেষ্টাকারী আটক। ময়মনসিংহে ভালুকা উপজেলা গাদুমিয়া গ্রামে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী (৭)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে এলাকাবাসি রফিক পালোয়ান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে।
জানা যায়, উপজেলার গাদুমিয়া গ্রামের মৃত আজিজুল হকের ৭ বছরের মেয়ে স্থানীয় প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে ১২ অক্টোবর একই গ্রামের আফতাব উদ্দিন পালোয়ানের ছেলে রফিক পালোয়ান তার পথরোধ করে ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে এলাকাবাসী বৃহস্পতিবার রাতে রফিককে আটক করে ভালুকা মডেল থানা পুলিশে সোপর্দ্দ করে।
ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-২১, তাং-১৬/১০/১৪ইং) হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন