স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পে আজ বৃহস্পতিবার পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান প্রধান অতিথি হিসাবে শিক্ষানবীশ পুলিশ কনস্টেবলদের সমাপনী ট্রেনিং ও কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । জানা যায় , দেড় শতাধিক পুলিশ কনস্টেবল কুচকাওয়াচ ও ট্রেনিংএ অংশ নেন । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) দেলোয়ার হোসেনসহ পুলিশ ও র্যাবের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন