স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার নতুন বাজারস্থ আয়মান নদীর তীরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শনিবার শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হয়। প্রতিমা বিসর্জনে বিশৃংখলা এড়াতে আয়মান নদীর তীরে আইন শৃংখলা বাহিনীর সাথে অবস্থান নেন স্থানীয় এম.পি সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর মেয়র আঃ হাই আকন্দ, ইউএনও বাবুল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান বদর উদ্দিন আহমেদ, বাবু সত্য স্বপন চক্রবর্তী, দেবাশীষ ঘোষ বাপ্পী প্রমুখ। উল্লেখ্য এবার মুক্তাগাছা উপজেলার ১০৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। যার অধিকাংশই আয়মান নদীর তীরে বিসর্জন দেয়া হয়। এদিকে প্রতিমা বিসর্জন কে কেন্দ্র করে মুক্তাগাছা শহরের প্রধান সড়কের অন্তত ২ কি.মি. রাস্তা ও বিভিন্ন ভবনের ছাদে হাজার হাজার নর-নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা দাড়িয়ে বাতাশা, খৈ ছিটিয়ে দূর্গা দেবী কে বিদায় জানায়। এসময় সনাতন ধর্মালম্বী ছাড়াও বিভিন্ন ধর্মালম্বীর উৎসুক জনতা ভীড় জমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন