photo

শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪

ময়মনসিংহে সহোদর খুন


ময়মনসিংহে সহোদর খুন। স্টাফ রিপোর্টার :আজ শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামে সহোদর খুনের ঘটনা ঘটেছে । জমিসংক্রান্ত ঘটনায় সহোদর তফাজ্জল হোসেন (৫০) এবং স্বপন মিয়া (৩৫) খুন হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে । জানা যায়, ঐ গ্রামের আবুল খায়ের গং এবং প্রতিবেশী শরাফত আলী গংদের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল । এরই সূত্র ধরে আজ জমিতে সেচের পানি দেয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয় । এক পর্যায়ে শরাফত আলীর পুত্র তফাজ্জল ও স্বপন মিয়াকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় । নান্দাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । মামলার প্রস্তুতি চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন