ময়মনসিংহে গোশ্তের টুকরায় ইস্মে আযম! স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের হাজ্বী রোড নিবাসী ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মজিবুর রহমানের স্ত্রী কুরবানীর গোশত রান্না করতে গেলে আরবীতে ‘আল্লাহ্’ লেখা একটি টুকরা গতকাল বুধবার তার নজরে পড়ে। পরে তিনি বড় ছেলে হাফেজ মাওলানা নুমানকে দেখান। নুমান বিষয়টি নিশ্চিত হয়ে ২/১জনের সাথে আলাপ করলে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আশ্চর্য এ গোশ্তের টুকরাটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা বাসায় ভীড় করে। ইসমে আযম লেখা টুকরাটি বর্তমানে নুমানের সংরক্ষণে রয়েছে। উল্লেখ্য, হাফেজ মুজিবুর রহমান হজ্বে থাকায় ঈদে কুরবানী দেয়ার জন্য তার বড় ছেলে নুমান আমুয়াকান্দা বাজার থেকে ৪৩ হাজার টাকা দিয়ে এ ষাঁড় গরুটি ক্রয় করেছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন