photo

বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

মুক্তাগাছা মুক্ত দিবস পালিত


স্টাফ রিপোর্টার : আজ বুধবার ১০ ডিসেম্বর মুক্তাগাছা মুক্ত দিবস । উপজেলা পরিষদ , পৌরসভা ও মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে । স্বাধীনতা স্মারক ভাষ্কর্য রক্তিম স্বাধীনতায় পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তাগাছা মুক্ত দিবস উদ্যাপন পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ, মুক্তাগাছা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তাগাছাবাসী সহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে। সকালে পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রক্তিম স্বাধীনতা প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম জাকারিয়া হারুন, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, ইউএনও বাবুল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার একেএম রেজাউল হক জিন্নাহ্, মুক্তিযোদ্ধা আক্কাস আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী প্রমুখ। এদিকে মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে এক যোগে একই সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন