photo

রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

মুক্তাগাছায় ঝড়ে গাছ চাপায় যুবকের মৃত্যু


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় কালবৈশাখীর ঝরে গাছ চাপায় আব্দুল কাদেরের পুত্র জালাল আহমেদ ভুট্টু (২৯ ) নামের এক যুককের মৃত্যু হয়েছে । গতকাল শনিবার রাতে ঝরে উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ঘরে অবস্থানকালে গাছ চাপা পড়ে ঐযুবক মারা যায় ।এদিকে উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়েছে । বাঁশাটি ইউনিয়নের বন্ধগোয়ালিয়ায় গাছ চাপায় একটি গরু মারা গেছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরএলাকার বিভিন্নস্থানে উঠতি বহু ফসল , বাড়ি-ঘরের চাল ,গাছ উপড়ে গেছে । অনেকস্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে ।শনিবার রাত ১১ টা থেকে রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ বি্িছন্ন রয়েছে ।স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস জানায়, টাকার অংকে ক্ষয়-ক্ষতির হিসাব পাওয়া যায়নি ।ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্থ বিদ্যুৎতের তার মেরামতের কাছ চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন