photo

সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

মুক্তাগাছায় কবরস্থান ও মাদ্রাসার দানবাক্স ভেঙ্গে টাকা লুট


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা পৌরএলাকায় অবস্থিত কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসার দানবাক্স ভেঙ্গে টাকা –পয়সা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে । আজ সোমবার এলাকাবাসীর নজরে আসে । কবরস্থান ও মাদ্রাসা কমিটির সভাপতি পৌরসভার মেয়র এবং স্থানীয়রা জানান, পৌর কবরস্থান এবং পাশ্ববর্তী মাদ্রাসার দানবাক্স পাশাপাশি ৩ গজের মধ্যে অবস্থিত । বাক্সে সংগৃহীত দানের অর্থ মাদ্রাসার উন্নয়ন এবং কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যয় করা হয় । দুর্বৃত্তরা কবরস্থানের দানবাক্সের লোহার ফটক ভেঙ্গে এবং মাদ্রাসার দানবাক্সের ফটকের তালা ভেঙ্গে ভেতরে থাকা টাকা পয়সা নিয়ে যায় ।ভেতরে কি পরিমাণ টাকা পয়সা ছিলো তা জানা যায়নি । মুক্তাগাছা থানা পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : কবরস্থানের ভাঙ্গা দানবাক্স (১) মাদ্রাসার তালাভঙ্গা দানবাক্স (২) +++++++++++++++++++++++ ময়মনসিংহে যুদ্ধাপরাধ অভিযুক্ত ১২ জন স্টাফ রিপোর্টার :ময়মনসিংহে যুদ্ধাপরাধ অভিযুক্ত ১২ জন। ময়মনসিংহে ধোবাউড়া উপজেলার ১২ জন রাজাকারের নামে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হযেছে। সোমবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালতে এ মামলাটি দায়ের করেছেন ধোবাউড়া উপজেলার জরিপাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র আব্দুল হোসেন। মামলায় অভিযুক্তরা হচ্ছে- ধোবাউড়া উপজেলার জরিপাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র শামছুদ্দিন, মৃত খুশ মামুদের পুত্র ওয়াহেদ আলী, মৃত আরফান আলীর পুত্র আবুল হোসেন, মৃত কেরামত আলীর পুত্র আরমান আলী ও হরমোজ আলী, মৃত মালে হোসেনের পুত্র খমির উদ্দিন ও মফিজ উদ্দিন, নবী হোসেনের পুত্র আব্দুল হাদী, ঘোষগাঁও গ্রামের মৃত সাদির দেওয়ানির পুত্র আব্দুল খালেক, বালিগাঁও গ্রামের মৃত আছর আলীর পুত্র আব্দুর রশিদ কাউছা ও মৃত হাতেম আলীর পুত্র শাহাব উদ্দিন এবং চারুয়াপাড়া গ্রামের মৃত আতা আলী সরকারের পুত্র শামছুল আলম। অভিযুক্তদের বিরুদ্ধে একাত্তরের গণহত্যা, অগ্নি সংযোগ, লুণ্ঠন ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন