
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা- ময়মনসিংহ মহাসড়কের উপর মুক্তাগাছা শহরের হৃদয় মোড় সংলগ্ন সড়কের পাশে বিশাল আকারের জাম গাছ ভেঙে পড়েছে ।গতকাল মঙ্গলবার মধ্যরাতে কালবেশাখী ঝড়ে এ ঘটনা ঘটে । ঘটনায় উত্তরবঙ্গ, টাঙ্গাইল , জামালপুর ও ময়মনসিংহ সড়কে চলাচলরত ভাড়ি মানের শতাধিক যানবাহন আটকা পড়েছে ।আজ বুধবার সকাল ৭টার দিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা গাছ সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ।ঘটনাস্থলে অবস্থানরত মুক্তাগাছা থানা পুলিশের এসআই আওলাদ হোসেন জানান, যান চলাচল স্বাভাবিক করতে মধ্যম ও হালকামানের যানবাহন শহরের পাড়াটঙ্গী ও ইশ্বরগ্রাম বাইপাস হয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে ।ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ কর্তৃপক্ষ জানায়, গাছ ভেঙে পড়ায় বিদ্যুত সঞ্চালন তার ছিড়ে গেছে । তার মেরামতের কাছ চলছে ।এদিকে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার উপর দিয়ে বয়ে চলা কালবেশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । রাত ১টা থেকে রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ।
ছবি , মুক্তাগাছা (ময়মনসিংহ) : ঝড়ে সড়কের উপর ভেঙে পড়েছে জাম গাছ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন