photo

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

মুক্তাগাছায় কাঁচা আম ১০ টাকা কেজি


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় কাঁচা আমের দাম মাত্র ১০ টাকা কেজি । আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাট- বাজারে উঠা সতেজ কাঁচা আমের ক্রেতা সংকট বিরাজ করছে । অনেকে আঁচার তৈরির জন্য আরও কমদামে এই কাঁচা আম কিনে নিয়ে যাচ্ছেন । বিক্রেতারা জানান, বাগানের কাঁচা আম ঝড়ের কবলে পড়ে । গাছের আম মাটিতে ঝড়ে যায় । পঁচে গলে নষ্ট হয়ে যাবে ভেবে কম দামেই বিক্রি করে দিচ্ছি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন