photo

রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫

মুক্তাগাছায় এফওয়াই দল গঠন সভা


স্টাফ রিপোর্টার : রবিবার মুক্তাগাছার পল্লীতে বাছাইকৃত সুফলভোগীদের (এফওয়াই-১৬) নিয়ে দল গঠন ও দল পরিচালনা কমিটির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দর জীবন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছার উদ্যোগে উপজেলার মহিষতারা প্রাইমারী স্কুল সংলগ্ন বাড়ি, কদমতলী রহমান ও মজিবুরের বাড়ি এবং খাগরজানার আয়নাল হকের বাড়িতে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা ডাঃ এটিএম ফয়েজ খান রাকিব। সহযোগিতা করেন খন্দকার মাজহারুল ইসলাম, কল্যাণ চন্দ, সেলিম রেজা, তপু চন্দ্র গোপ প্রমুখ। সভায় প্রত্যেক এলাকায় ২৫জনের দল গঠন করা হয়। দলীয় সঞ্চয়, দলগত ভাবে হাঁস-মুরগী পালন ও বাজারজাত করনের লক্ষে এ দল গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন