photo

রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫

মুক্তাগাছায় খেরুয়াজানী আ’লীগের সম্মেলন


স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১১ বছর পর মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার স্থানীয় ভিটিবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফজলুল করিম বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব কেএম খালিদ বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, প্রচার সম্পাদক মোঃ তারেক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির মোল্লা, মফিজ উদ্দিন খান প্রমুখ। পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ওয়াজেদ আলী মোল্লা (সুরুজ মোল্লা) সভাপতি ও মাহিদুল ইসলাম নিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন পরে হলেও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তাকে ঘিরে ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতি সরব হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন