
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় আজ সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মুক্তাগাছা এডিপি’র আয়োজনে মলাজানি উচ্চ বিদ্যালয় দুল্লায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দদের নিয়ে একটি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ, প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, স্বাস্থ্য অফিসার রোমেনা আক্তার, লোতিকা মিত্র ও মো: রাসেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে প্রথমে সকলে বিদ্যালয়ের মাঠ ও শ্রেনীকক্ষ পরিষ্কার করা ও সুষ্ঠুভাবে হাত ধোঁয়ার কৌশলগুলি শেখানো হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য যে, ইউনিসেফের মতে, সঠিক ভাবে হাত ধুলে ২০% রোগ-বালাই কম হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন