মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় নবাব আলী (২৮) নামের এক পরিবহণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ । গতকাল রবিবার বিকালে কুমারগাতা ইউনিয়নের সমিতিঘর এলাকায় তার লাশ পাওয়া যায় । পুলিশ ও স্থানীয়দের ধারনা , চলন্ত গাড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে । জানা যায়, শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার বাসিন্দা আব্দুল আওয়ালের পুত্র নবাব আলী জামালপুর – ঢাকা রোডে চলাচলরত বৈশাখি পরিবহনের শ্রমিক ছিলেন । লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নেয়া হয়েছে । থানায় মামলা হয়েছে ।------------
মুক্তাগাছায় শিশু সাংবাদিকতা বিষয়ক সেমিনার
----------------------ময়মনসিংহে মুক্তাগাছায় যোগাযোগ ও শিশু সাংবাদিকতার ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মুক্তাগাছার উদ্যোগে মানকোন উপকেন্দ্রে আলোর সন্ধান শিশু ফোরামের ৫০ জনসদস্য/সদস্যাবৃন্দ এতে অংশগ্রহণকরেন। সঠিক যোগাযোগ ও তথ্য প্রবাহ কিভাবে উন্নয়নকে ত্বরান্তিত করে ও শিশু সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো এতে আলোচনা হয়। আলোচনায় শিশু ফোরামের সদস্যরা বলেন, বাল্য বিবাহ ও শিশু অধিকার রক্ষায় ও অন্যান্য সামাজিক কুসংস্কার দুর করার জন্য কাজ করছে এবং ইতিমধ্যে তারা বাল্যবিবাহ বন্ধে বেশ সফলতা পেয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম লিডার সাইমন এসসাংমা, প্রোগ্রামঅফিসার আশুতোষ রেমা।
-----------------মুক্তাগাছায় কমিউনিটি গ্রুপের প্রাথমিকসভা অনুষ্ঠিত-------------------মুক্তাগাছা উপজেলা কমিউনিটিগ্রুপ ও কমিউনিটিসার্পোটগ্রুপসদস্যদের নিয়েউন্নয়ন ও সমস্যাচিহ্নিতএবংসমাধানকরারলক্ষ্যে এক প্রাথমিকসভাঅনুষ্ঠিতহয়।গত রবিবারউপজেলারকলদিয়াগ্রামেরকমিউনিটিক্লিনিকেওয়াল্ডভিশনবাংলাদেশ মুক্তাগাছার সহযোগীতায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেনওয়াল্ডভিশনকর্মকর্তা ডোনাল দেবাশীষডন, মোঃনূর ও সিভিএসদস্য এমইউসুফআলীপ্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন