
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ময়মনসিংহে মুক্তাগাছায় আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৫ এই প্রতিপাদ্য বিষয় “ প্রতিটি জন্মই হোকপরিকল্পিত, প্রতিটিপ্রসব হোকনিরাপদ”এরআলোকেপালিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ওর্য়াল্ডভিশন বাংলাদেশ, মুক্তাগাছার সহযোগিতায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ এইচ এফপি ও- ডা: হারুন অর রশিদ এবং বক্তব্য দেন ওর্য়াল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এডিপির ম্যানেজার-রাজু উইলিয়াম রোজারিও, উপস্থিত ছিলেন মো: মোজাম্মেল হোসেন- সহ: প:প:কর্মকর্তা, মো: নুর-কমিউনিকেশন অফিসার, মিনহাজউদ্দীন আহমদ-হেলথ অফিসার,মো: জোবায়ের, ব্র্যাক প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ। এ দিকে মুক্তাগাছা ওর্য়াল্ডভিশন বাংলাদেশর উদ্যোগে ৬টি ইউনিয়নের(বাঁশাটি, দুল্লা,বড়গ্রাম,কুমারগাতা,কাশিমপুর ও তারাটি)ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্র (এফডব্লিউসি)-তে এ দিবসটি একইভাবে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে গর্ভবতী ও প্রসূতি মায়েরা৬ টিইউনিয়নে গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা ও স্বাস্থ্য শিক্ষা গ্রহন করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন