photo

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

মুক্তাগাছায় গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় থানা পুলিশ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কান্দিগাঁও সৈয়দ পাড়া এলাকা থেকে আইনউদ্দিন মন্ডল(৪৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে । আজ শুক্রবার সকালে বাড়ির পাশে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী । মৃত আহমদ আলী মন্ডলের পুত্র আইনউদ্দিনের সহোদর বড় ভাই ময়েন ড্রাইভার (৫০)জানান, এক ছেলে ও এক মেয়ে সন্তানের পিতা আইনউদ্দিন পেশায় একজন গরু ব্যবসায়ী ও কৃষক । কিছুদিন যাবৎ স্থানীয় কিছু বখাটে আইনউদ্দিনের মেয়ে তানিয়ার (১৪) সাথে অশালীন আচরন করে আসছিল । এনিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয়ভাবে সালিশ হয় । আজ শুক্রবার সকালে বাড়ির পাশে গলায় দড়ি পেচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই । তার এবং তাদের পরিবারের ধারনা পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে । মুক্তাগাছা থানার ওসি(তদন্ত) মাহবুব জানান, লাশ উদ্ধার করা হয়েছে । ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন