
মনোনেশ দাস :ময়মনসিংহে মুক্তাগাছায় মুক্তাগাছা হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে আয়মান নদী তীরে বদ্ধভূমি ও পৌরসভা কার্যালয়ের সামনে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় । দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌরপাঠাগার মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম ।বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা , উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ,আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউটের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আফম ইয়াহিয়া খান,ইউএনও ড. উম্মে আফছারী জহুরা ,রেজাউল করিম জিন্নাহ প্রমুখ । উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর প্রবল আক্রমণে পরাজিত পাকবাহিনী মুক্তাগাছা ছেড়ে পালিয়ে যায়।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় (২) , মুক্তমঞ্চে আলোচনা সভা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন