photo

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

মুক্তাগাছায় হেরোইন উদ্ধার গ্রেফতার ২


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাদক- বিরোধী অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় ৩ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে । এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে । আজ রবিবার গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে । ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, পুলিশ পরিদর্শক কাইয়ুমের নেতৃত্বে শহরের মেইনরোড রুমা সিনেমা হলের সামনে অভিযান পরিচালিত হয় । এসময় উপজেলার মনিবার বাড়ীর বাসিন্দা মৃত তালেব সরকারের পুত্র মো: তোফাজ্জল (৪০) ও আকতার আলীর পুত্র মো: রানাকে (৩৫) তিন পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয় । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : হেরোইনসহ গ্রেফতারকৃত ২ জন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন