photo

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

মুক্তাগাছায় ব্যস্ততা বেড়েছে প্রেস মালিক ও কর্মীদের


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় পৌরসভার নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠেছে প্রিন্টিং প্রেসকর্মী ও মালিকদের । বেশি টাকা আয় এবং মেয়র কাউন্সিলর প্রার্থী তথা ক্রেতার চাহিদা পূরণে অনেকেই দিন-রাত অবিরাম নির্বচনী পোস্টার, ব্যানার ও ব্যাজ তৈরির কাজ করে চলেছেন। প্রেসের ছন্দময় ডেকর ডেকর আওয়াজে মেশিন থেকে প্রিন্ট হয়ে আসছে আসছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মার্কা ও ছবিযুক্ত কড়কড়ে পোস্টার । গতকাল সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে মেইনরোড মৈত্রি প্রিন্টার্স, মনি প্রেস, কলেজ রোডে বিসমিল্লাহ প্রেসে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে । আগে আসলে আগে সরবরাহ পাওয়ার আশায় ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে । প্রেস মালিকরা জানান, জেলা শহর ময়মনসিংহ কাছে হওয়ায় ছাপার কাজ করতে ক্রেতারা এখানে কাজ করা ছেড়েই দিয়েছিলো । নির্বাচন উপলক্ষে জেলা শহরের প্রেসগুলিতে কাজের চাপ বেড়ে যাওয়ায় এখন আমাদের এখানে কাজ বেড়েছে । নির্বাচনের কাজ বাড়বে ভেবে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে । সারাবছর কাজ কম থাকায় শ্রমিকের বেতন দেয়া সম্ভব হচ্ছিল না । তাই অনেক শ্রমিক বাদ দেয়া হয়েছিলো । নির্বাচন উপলক্ষ্যে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে । ছাপাখানায় এখন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে । প্রতীক বরাদ্দের পর গতকালই বেশকিছু পোস্টার লিফলেট প্রিন্ট দেয়া হয়েছে । প্রেস শ্রমিকরা জানান, এখন দম ফেলার সময় নেই। প্রেস মালিক শফিক খান জানান, অতিরিক্ত কাজের চাপ সামলাতে মৌসুমি শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে । নির্বাচনী প্রস্তুতি হিসেবে আগে থেকেই কয়েকশ’ রিম ছাপানোর কাগজ মজুদ করে রাখা হয়েছে । পাশাপাশি মেয়র, কাউন্সিলর প্রার্থীরাও পোস্টার-লিফলেটের ফরমেট আগে ভাগেই করে রেখেছেন । প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু করা হয়েছে ছাপানোর কাজ। প্রতিটি পোস্টার প্রতি হাজার প্রকারভেদে বড় ২ হাজার ছোট ৪শ’ টাকার কম-বেশী দরে ছাপানোর কাজ নিচ্ছেন মালিকরা ।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টার ছাপানোর মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে। পোস্টার হতে হবে কমিশনের বেঁধে দেয় নির্দিষ্ট আয়তনের । হতে হবে দৈঘ্যে ২৩ ইঞ্চি ও প্রস্থে ১৮ ইঞ্চি। কোন রঙিন পোস্টার হবে নাসহ অনেক বাধ্যবাধকতা ।মৈত্রি প্রিন্টিং প্রেসের মালিক শফিক খান জানান, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা মেনেই ছাপার কাজ হচ্ছে । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : প্রেসে চলছে অবিরাম নির্বচনী পোস্টার তৈরির কাজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন