photo

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

মুক্তাগাছায় ৬ জুয়াড়ী আটক


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় উপজেলার দুল্লা ইউনিয়নের চেচুয়া রঘুনাথপুরে ইউপি চেয়ারম্যানের বাগানে জুয়ার আসর থেকে হাতেনাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৬ জুয়াড়িকে গ্রেফতার করে । গতকাল শনিবার রাতে পুলিশ তাদের আটক করে আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করেছে। আটককৃতরা হচ্ছেন , নুরুল ইসলাম (৫০), ইসরাফিল (২০), নুরুন্নবী (৩২), আলমাস (৫০), রাজু চন্দ্র দে (১৯)আরফান আলী (৩৫)। অভিযান পরিচালনাকারী ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার ইব্রাহিম জানান,ঘটনাস্থল থেকে পুলিশ টাকা, তাস ও জুয়াড়ীদের ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করে। ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছায় ৬ জুয়াড়ী আটক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন