photo

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

মুক্তাগাছায় জনগণের মুখোমুখি ৫ মেয়র প্রার্থী


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের জনগণের মুখোমুখি ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বিকালে স্থানীয় আর কে হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে স্বচ্ছ , জবাবদিহীমূলক ও কার্যকর পৌরসভায় রূপান্তরিত করতে ৫ জন মেয়র প্রার্থী শপথ করেন । সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহযোগীতায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আব্দুল হাই আকন্দ (নৌকা), শহীদুল ইসলাম( ধানের শীষ), আতাউর রহমান লেলিন(লাঙ্গল),দেবাশীষ ঘোষ (নারিকেল গাছ) ও শরিফুল ইসলাম বিপ্লব(মশাল) ।সনাকের অধ্য এখলাছুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রার্থীদেও শপথ পাঠ করান মোখলেছুর রহমান। মেয়র প্রার্থীগণ সৎ, আদর্শ ও নৈতিকতার প্রতীক , স্থানীয় উন্নয়নের প্রতি প্রতিশুতিবদ্ধ, আইন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, মুক্তিযুদ্ধেও চেতনার ধারক, অসাম্প্রদায়িক , সকল ধর্মীয় ও নৃতাত্ত্বিকগোষ্ঠীর সম-অধিকাওে বিশ্বাসী , দেশপ্রেমিক ও মুক্তবুদ্ধিরসম্পন্ন এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণে বিশ্বাসী মর্মে শপথ বাক্য পাঠ করেন । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা(ময়মনসিংহ) : জনগণের মুখোমুখি ৫ মেয়র প্রার্থী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন