photo

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

মুক্তাগাছায় ১টি ককটেল উদ্ধার


মনোনেশ দাস :ময়মনসিংহে মুক্তাগাছায় একটি ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি তাজা ককটেল উদ্ধার করেছে মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াজেদ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে পৌর এলাকার আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (পৌরসভার ভোটকেন্দ্র) মাঠের কোনা থেকে ককটেলটি উদ্ধার করা হয়। প্রত্যদর্শীরা জানায়, সকালে ককটেলটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয় । গতকাল বুধবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে ককটেলটি রাখা হয় বলে , ধারণা গোয়েন্দা পুলিশের। এসআই আব্দুল ওয়াজেদ জানান, স্কুল মাঠের এক কোণায় পরিত্যক্ত অবস্থায় ককটেল রাখা আছে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ১ টি তাজা ককটেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। মুুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : থানায় আনা উদ্ধার করা ককটেল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন