
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ধানের শীষ ও নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দেয়ায় বাড়ি- ঘর ভাংচুর ও মারধর করেছে জাতীয় পার্টির ক্যাডাররা । গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পাড়াটঙ্গীতে এ ঘটনা ঘটে । এ সময় জাতীয় পার্টির ক্যাডাররা বাড়ি ভাংচুর করেও ক্ষান্ত হয়নি । বাড়ির মালিকদের রাতভর অবরুদ্ধ করে রাখে । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঐ এলাকার বাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব তোরন আহমদ অভিযোগ করে বলেন,রাত অনুমান ১১ টার দিকে জাতীয় পার্টির এমপি’র এপিএস লাল মিয়ার নেতৃত্বে কয়েকশ’ত শসস্ত্র ক্যাডার অতর্কিত বাড়িতে হামলা চালায় । এসময় হামলাকারীরা বাড়ির বেড়া ও ঘরের টিন কুপিয়ে তছনছ করে লক্ষাািধক টাকার মালামাল ক্ষয়ক্ষতি করে । বাড়িতে রাখা নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় । তোরন জানান, হামলাকালে প্রতিবেশী জাতীয়পার্টির এমপি সালাহউদ্দিন মুক্তির সাথে মোবাইলে যোগাযোগ করা হলে, তাকে পাওয়া যায়নি । দেলোয়ার হোসেন দিলু বলেন, এমপি মুক্তি সম্পর্কে আমার ফুফাতো বোনের ছেলে । তারপরও তারা আমার বাড়ি ভাংচুর ও আমাকে মারধর করে । এমপির লালিত সন্ত্রাসীরা বাড়ি- ঘর ভাংচুর ও হামলা শেষে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে যে, মন্তু ফরাজীর বাড়ি থেকে এমপির বাড়ির রাস্তা দিয়ে তাদের চলাচল নিষেধ । চলাচল করলে আবারও হামলা চালানো হবে । এমতাবস্থায় তারা আতংকে দিন কাটাচ্ছেন । জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব তোরন আহমেদ বলেন, আমি ও আমার পরিবার নৌকায় ভোট দিয়েছি এ অভিযোগ এনে হামলাকারীরা বাড়ি ভাংচুর করে । রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত হামলাকারীরা আমাদের অবরুদ্ধ করে রাখে । আমার পিতা জীবন বীমার কর্মকর্তা শাহজাহান ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন । গত্যন্তর না দেখে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার ও আওয়ামীলীগ নেতা সদ্য বিজয়ী কাউন্সিলর হালিমের সাথে যোগাযোগ করি । এরপর পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে । কাউন্সিলর হালিম ঘটনাস্থলে এসে সবকিছু প্রত্যক্ষ করেছেন । এব্যাপারে মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
ছবি ক্যাপশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ : ধানের শীষ ও নৌকায় ভোট দেয়ায় বাড়ি ঘর ভাংচুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন